শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ৫ অক্টোবর, ২০২৫, ১১:১৩ পিএম | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫, ১১:১৩ পিএম
শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম লাইফ সাপোর্টে

বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট গবেষক, কথাসাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়েছিল এবং অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর হার্টে দুটি রিং পরানো হয়।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালের এক জ্যেষ্ঠ চিকিৎসক গণমাধ্যমকে জানান, অধ্যাপক মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা তাঁর অবস্থার নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।

প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম জানিয়েছেন, গত শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক মনজুরুল ইসলাম। চালক ও আশপাশের লোকজনের সহায়তায় তাঁকে প্রথমে মোহাম্মদপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, “অপারেশনের প্রথম দিন স্যার কিছুটা স্থিতিশীল থাকলেও শনিবার বিকেল থেকে পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করে। অক্সিজেনের মাত্রা কমে যায় এবং ফুসফুসে পানি জমতে শুরু করে। পরিস্থিতি গুরুতর হলে তাঁকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। আমরা এখন মিরাকলের জন্য অপেক্ষা করছি। সবাই দোয়া করবেন।”

চিকিৎসকেরা জানান, হার্ট অ্যাটাকের পর জটিলতা তৈরি হওয়ায় এখনই কোনো পূর্বাভাস দেওয়া যাচ্ছে না। অধ্যাপকের স্ত্রী বর্তমানে দেশের বাইরে আছেন, তিনি দেশে ফেরার পথে রয়েছেন।

১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণ করেন সৈয়দ মনজুরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করে ২০১৮ সালে অবসর নেন। পরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে অধ্যাপনা শুরু করেন। ২০২৩ সালে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক করা হয়।

বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একুশে পদকে ভূষিত হন।

আপনার জেলার সংবাদ পড়তে