সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৫, ১২:৩৯ এএম
সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। রোববার (৫ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ সম্পন্ন করল টাইগাররা।

টস জিতে প্রথমে ব্যাটিং নেয় আফগানিস্তান। কিন্তু শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে তারা চাপে পড়ে যায়। ৪০ রানের মধ্যেই দল হারায় প্রথম তিন উইকেট। এরপর দারউইশ রাসুলি (৩২) ও সিদ্দিকুল্লাহ আতাল (২৮) কিছুটা প্রতিরোধ গড়লেও নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিনের তোপে আবারও ব্যাটিং লাইন ভেঙে পড়ে আফগানদের। শেষ দিকে মুজিব উর রহমানের ১৮ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান করে তারা।

বাংলাদেশের পক্ষে সেরা বোলার ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন—৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব শিকার করেন ২টি করে উইকেট। শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন নেন একটি করে উইকেট।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ১৬ বলে ১৪ রান করে আউট হন পারভেজ ইমন। তবে সেটিই ছিল আফগানদের শেষ সাফল্য পাওয়ার মতো মুহূর্ত। এরপর সাইফ হাসান ও তানজিদ হাসান গড়ে তোলেন ৫৫ রানের জুটি। তানজিদ ফেরেন ৩৩ বলে ৩৩ রান করে।

সাইফ এরপর অধিনায়ক জাকের আলিকে সঙ্গে নিয়ে এগিয়ে নেন দলকে। তবে মুজিব উর রহমানের এক ওভারে দুই বলে জাকের (১০) ও শামিম হোসেন (০) আউট হলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু সেই চাপ সামলে সাইফের ব্যাটেই আসে জয়ের শেষ হাসি।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নেওয়া সাইফ হাসান ৩৫ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল দুটি চার ও সাতটি ছক্কা। ইনিংসের শেষ দিকে নুরুল হাসান ১০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ১২ বল হাতে রেখে বাংলাদেশ ম্যাচ জেতে ৬ উইকেটের ব্যবধানে।

এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অষ্টমবারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল। তবে তিন ম্যাচের সিরিজে আফগানিস্তানের বিপক্ষে এটি প্রথমবারের মতো ৩-০ ব্যবধানে জয়।

শারজাহর মরুভূমির গরমে টাইগারদের দাপটে ইতিহাসের পাতায় আরেকটি গর্বের অধ্যায় যোগ হলো। সাইফের ছক্কার ঝড়ে জয়টা যেমন ছিল অনায়াস, তেমনি এই সাফল্য বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন আত্মবিশ্বাসের প্রতীক হয়ে রইল।

আপনার জেলার সংবাদ পড়তে