বগুড়ার শেরপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির আজ ষষ্ঠ দিন চলছে। ৬ অক্টোবর সোমবার সকাল থেকে ছয় দফা দাবিতে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন। এতে করে উপজেলার বিভিন্ন স্থানে টিকাদানসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা শিশুস্বাস্থ্যকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে বলে জানিয়েছেন সচেতন মহল।
স্বাস্থ্য সহকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় বিজ্ঞান বিষয়ে স্নাতক সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল মর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।
এ সময় বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “আমরা দেশের প্রান্তিক জনগণের দ্বারে দ্বারে গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। অথচ আমাদের ন্যায্য প্রাপ্য আজও দেওয়া হয়নি। সরকারের কাছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”
অন্যদিকে দীর্ঘ কর্মবিরতির কারণে টিকাদান কর্মসূচি ও মাতৃ-শিশু স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাই তাদরে যৌক্তিক দাবি মেনে নেয়ার অনুরোধ জানিয়েছেন সাধারণ মানুষ।