গত তিনদিন ধরে অতিবৃষ্টি ও উজানের ঢলে নীলফামারী ডিমলায় তিস্তার পানি বিপদ সীমার ৩০সেঃ মিঃ উপড় দিয়ে প্রবাহিত হচ্ছে। গতরাতে পাউবোর পক্ষ হতে রেড এলার্ট জারী করে তিস্তা পারের পরিবারগুলিকে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার জন্য মাইকিং করা হয়েছে। পানি বাড়তে থাকায় উপজেলার তিস্তা নদী বেষ্টিত কালিগঞ্জ এলাকায় একটি বাধের কয়েকটি অংশে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন ঠেকাতে অত্র এলাকার বাসিন্দা ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মি, স্বেচ্ছাসেবি সংগঠন গুলি বালির বস্তা দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা করছে।