গোমস্তাপুরে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বিষয়ক সমন্বয় সভা

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৫, ০৬:১৪ পিএম
গোমস্তাপুরে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বিষয়ক সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (ঞঈঠ) সংক্রান— সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো: পারভেজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, বিভিন্ন বিদ্যালয়ের প্রতিনিধিসহ অনেকে।

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস ১৫ বছর বয়সী স্কুল শিক্ষার্থী ও অসাধারণের মাঝে মোট ৮৬ হাজার ৩ শত ২১ জনের মাঝে এ টিকা প্রদান করা হবে।