চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (ঞঈঠ) সংক্রান— সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো: পারভেজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, বিভিন্ন বিদ্যালয়ের প্রতিনিধিসহ অনেকে।
উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস ১৫ বছর বয়সী স্কুল শিক্ষার্থী ও অসাধারণের মাঝে মোট ৮৬ হাজার ৩ শত ২১ জনের মাঝে এ টিকা প্রদান করা হবে।