ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিক্তিক নিয়োগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রহনপুর স্টেশন বাজারস্থ ইসলামি ব্যাংকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামি ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ আয়োজিত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, হাফেজ আব্দুর রাকিব, ব্যাংকের গ্রাহক মানিক রায়হান, মনিরুজ্জামান ডাবলু, আবু সায়েম, আব্দুল অহাব প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন— ব্যাংক লুটেরা ও এস আলম গ্র“প কর্তৃক অবৈধভাবে কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগ বাতিল করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকারকে এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং ব্যাংকের অর্থ লুটের দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে।