ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ এমসিএ ইউরোপের সভাপতি পুননির্বাচিত

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৫, ০৮:১২ পিএম
ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ এমসিএ ইউরোপের সভাপতি পুননির্বাচিত

মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ) ইউরোপের দ্বি-বার্ষিক সাধারণ সভা (অএগ) লন্ডন মুসলিম সেন্টারে ৫ অক্টোবর রোববার অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা শতাধিক প্রতিনিধি এই অধিবেশনে অংশ নেন।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার হামিদ হুসাইন আজাদ এবং সভা পরিচালনা করেন মহাসচিব নুরুল মাতিন চৌধুরী। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী বাণীতে এমসিএ উপদেষ্টা পরিষদের সদস্য শাইখ আব্দুল কায়উম নেতৃত্বের ইসলামী দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে বলেন, নেতৃত্ব কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়; বরং বিনয়, জবাবদিহিতা ও আন্তরিক সেবার মাধ্যমে তা পালন করতে হয়।

সভায় আঞ্চলিক ও শুরা কাউন্সিলের নির্বাচন শেষে কেন্দ্রীয় সভাপতির পদে ভোট গ্রহণ করা হয়। ২০২৫-২০২৭ মেয়াদের জন্য সদস্যদের ভোটে ব্যারিস্টার হামিদ হুসাইন আজাদ আবারও সভাপতি নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর তিনি শপথ গ্রহণ করেন এবং নবনির্বাচিত আঞ্চলিক সভাপতি ও শুরা কাউন্সিল সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

১৯৮৮ সালে প্রতিষ্ঠিত বৃটেন ভিত্তিক সংগঠনটি সমগ্র ইউরোপে দাওয়াহ এবং মানবসেবামূলক কার্যক্রম সম্পন্ন করে।

ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের খৈয়ার কুল এলাকায় ১৯৬৪ সালের ১৪ জুন জন্ম গ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানে মাস্টার্সের পর ইউ কে তে আইন শাস্ত্রে উচ্চতর ডিগ্রী অর্জণ করেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ১২ তম কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তার স্ত্রীও বৃটেনের একটি স্বনামধন্য ইউনিভার্সিটির লেকচারার।

আপনার জেলার সংবাদ পড়তে