রাজশাহীর বাঘায় স্বপ্নের পুরুষের কাছে চিঠি লিখে নববধু হিরা খাতুন আত্নহত্যা করেছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার সদর থানার বটতলী ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের বেল্লাল হোসেনের মেয়ের সাথে ১৪ সেপ্টেম্বর পারিবারিকভাবে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের শান্তি শেখের ছেলে রতন আলী শেখের বিয়ে হয়। বিয়ের পরে ফিরোনিতে পিতার বাড়িতে গিয়েছিল। এরপর স্বামীর বাড়িতে আসতে চায়নি হিরা। মেয়েকে বুঝিয়ে পিতা বেল্লাল হোসেন আবার স্বামীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কয়েকদিন আগে পিতার বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসেছে। সোমবার সন্ধ্যায় স্বামী রতন আলী গরুর জন্য আউড় কিনতে বাজারে আসে। অন্যরা বাড়িতে ছিল না। এ সময় স্বপ্নের পুরুষের কাছে চিঠি লিখে নিজ ঘরের শয়ন কক্ষের তীরের সাথে ওড়না দিয়ে ফাঁস দেয়। এ সময় তার ননদ ছবি খাতুন বাড়িতে এসে দেখেন হিরা ঘরের তীরের সাথে ঝুলছে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঝুলন্ত অবস্থায় নামানোর পর সে মারা যায়। বিয়ের সময়ে হিরা খাতুন সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
এ সময় তার লিখা একটি চিঠি পাওয়া গেছে। সেই চিঠিতে লিখা ছিল; ভাল থাকবেন। আমাকে আর হয়তো পাবেন না। আমি চায় ছিলাম আমার স্বপ্নের পুরুষের সাথে থাকতে। কিন্তু সেটা আর সম্ভব না। আপনাদের কাছে আমার শেষ ইচ্ছা, আমি মারা যাওয়ার পর আমার কবরটা স্বপ্নের বাড়ির সামনে হবে। আমি যেই গ্যালারি ব্যবহার করি, মায়ের ফোনে ওই গ্যালারি নিরাপত্তা ফোলডারে অনেক সখের ছবি আছে। ওই ছবি গুলো যত্নসহকারে রেখে দিবেন। (৭২১৬ পাস ওয়ার্ড)। আমার মরার কবরটা আমার আরাফাত ভাইয়ার কাছে দিয়ে দিবেন। ইতি, হিরা।
এ বিষয়ে বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য চেস্টা করা হচ্ছে।