পাবনার সাঁথিয়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ এর আয়োজনে এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবিতে ইসলামী ব্যাংক সাঁথিয়া শাখার সামনে মঙ্গলবার(৭অক্টোবর)মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক এর সভাপতিত্বে এবং নজরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,ইসলামী ব্যাংকের গ্রাহক ও বোয়াইলমারী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ, ব্যাংকের গ্রাহক সহকারী অধ্যাপক কামাল পাশা,মাওলানা আব্দুস সালাম, হাসান আলী,আবুল কালাম আজাদসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন,ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলে একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে। নিয়মের তোয়াক্কা না করে নিয়ম বহির্ভূতভাবে ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম এই ব্যাংকে ফ্যাসিস্ট এর দোসরদের চাকরি দিয়েছে যা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তাদের চাকরি থেকে অবিলম্বে ছাটাই করেতে হবে। ইসলামী ব্যাংক অবৈধভাবে দখলে নিয়েছিল এস.আলম গ্রুপ। এস আলম গ্রুপ কর্তৃক বিদেশে পাচারকৃত টাকা দেশে ফেরত আনতে হবে।