আয়শা আফতাব নাহার পাবলিক লাইব্রেরির শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণ

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫৮ এএম
আয়শা আফতাব নাহার পাবলিক লাইব্রেরির শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে আয়শা আফতাব নাহার পাবলিক লাইব্রেরীর আয়োজনে আলোচনা সভা ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন লাইব্রেরিটির প্রতিষ্ঠাতা সাবেক ব্যাংকার মুহাম্মদ ফিরোজ উদ্দীন ভুইয়া। উপস্থিত ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সাবেক সম্পাদক নাসির উদ্দিন ফারুকী,সোনালী ব্যাংকের ম্যানেজার  কবি আলমগীর হোসেন,

 জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি রুহুল আমিন,সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ,সদর উপজেলা শাখার সভাপতি ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, সাবেক কাউন্সিলর খালেদা আক্তার ফেন্সী, বিলাস স্কুলের প্রধান শিক্ষক লুতফুন্নাহার লিলি,অতৈ তথৈ পাঠাগারের প্রতিষ্ঠাতা শরীফা আক্তার,বিএডিসির সাবেক প্রশাসনিক কর্মকর্তা সুজিদ কুমার দে,জালালাবাদ গ্যাসের সাবেক জিএম সঞ্জিত কুমার নাহা,আব্দুল কাদির,শিক্ষক মেহেদী হাসান, শিক্ষক জহিররুল ইসলাম, শিক্ষক কামরুন্নাহার, গোলাফুজ্জামান খান,আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন শিক্ষক হুমায়ুন কবির।  পরে আয়শা আফতাব নাহার পাবলিক লাইব্রেরির আয়োজনে বিলাস স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়। এসময় লাইব্রেরির সদস্যগণ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষার্থীগণ ও বেসরকারি গণগ্রন্থাগার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে