আশাশুনিতে পানি কমিটির অভিজ্ঞতা বিনিময় ও কর্ম পরিকল্পনা সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫, ০৪:৪১ পিএম
আশাশুনিতে পানি কমিটির অভিজ্ঞতা বিনিময় ও কর্ম পরিকল্পনা সভা

আশাশুনিতে পানি কমিটির অভিজ্ঞতা বিনিময়, কর্ম পরিকল্পনা এবং অগ্রগতি পর্যবেক্ষণ সহজতর করার জন্য সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১.৩০ টায় আশাশুনি সরকারি কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। 

হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন বাংলাদেশ প্রকল্পের আওতায় উত্তরণের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পানি কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মোঃ রুহুল আমিন। প্রজেক্টের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ ফয়সল মন্ডলের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন, জি এম মুজিবুর রহমান, শফিকুল ইসলাম, আমির হোসেন বাদশা, জাকারিয়া, খালিদ হোসেন, মিথুন অধিকারী, জাহিদুল ইসলাম, মর্জিনা ইসলাম, সালেহা পারভিন, ডাঃ নূরুল ইসলাম, হযরত আলী, রেদওয়ান, সুভাষ চন্দ্র মন্ডল, আঃ রাজ্জাক, আজমল হোসেন, বিধান চন্দ্র, উজ্জল মন্ডল প্রমুখ। সভায় আগামী ১৫ অক্টোবর জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন দাবী সম্বলিত স্মারক লিপি প্রদান ও মানববন্ধন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে