কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে ধামইরহাটে বিক্ষোভ সমাবেশ,

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫, ০৫:০২ পিএম
কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে ধামইরহাটে বিক্ষোভ সমাবেশ,

নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্ব পাল কর্তৃক কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে তার মৃতুদন্ডের দাবিতে নওগাঁর ধামইরহাটে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ সমাবেশে একাত্বতা ঘোষনা করে ক্ষোদ দু’জন সনাতন ধর্মী ঠাকুর ও পুরোহিত মিছিলে অংশ নেন। স্বেচ্ছাসেবী সংগঠন আল ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে ৭ অক্টোবর বিকেল ৪ টায় ঐতিহাসিক নিমতলী বাজার থেকে একটি প্রতিবাদ মিছিল উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ বিন বেলালের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাক মো. কাওছার হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আল আমিন হোসেন, মাওলানা ইউসুফ আল হাবিবী, ঠাকুর কুমার প্রশান্ত, ঠাকুর কমল চন্দ্র কর্মকার প্রমুখ।

বক্তাগণ কোরআন অবমাননা কারির অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের দাবী জানান।

আপনার জেলার সংবাদ পড়তে