দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম আবারও কমানো হয়েছে। অক্টোবর মাসের জন্য নতুন এই মূল্যহার মঙ্গলবার (৭ অক্টোবর) ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানিয়েছে, একই দিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৭০ টাকা থেকে ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে এক মাসের ব্যবধানে আবারও কমল এলপিজির দাম।
একইসঙ্গে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। অক্টোবর মাসে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে মূসকসহ ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২ সেপ্টেম্বর অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
বিইআরসি জানায়, সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (Saudi Contract Price) অনুযায়ী অক্টোবর মাসের জন্য গড় সিপি ধরা হয়েছে প্রতি মেট্রিক টন ৪৮২ মার্কিন ডলার। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ হিসেবে এই দাম বিবেচনায় এনে দেশের বেসরকারি খাতের এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল। আগস্টে দাম কমেছিল ৯১ টাকা, আর জুনে কমানো হয় ২৮ টাকা। জুলাইয়ে ২৩ কেজি সিলিন্ডারের দামও ৩৯ টাকা কমানো হয়েছিল।
২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৪ দফায় কমানো হলেও ৭ দফায় বাড়ানো হয়েছিল। বছরের প্রথম ভাগে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে দাম বাড়ে; কমে এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। ডিসেম্বরে দাম ছিল অপরিবর্তিত।
বর্তমানে বাজারে ১২ কেজির পাশাপাশি অন্যান্য সিলিন্ডারের দামও নতুনভাবে সমন্বিত হয়েছে। ভোক্তা পর্যায়ে ৫ কেজি, ২৫ কেজি বা ৩৫ কেজি সিলিন্ডারের দামও একই হারে সমন্বয় হবে বলে জানানো হয়েছে।
এভাবে আন্তর্জাতিক বাজারে প্রোপেন-বিউটেনের মূল্যের ওঠানামার সঙ্গে মিল রেখে প্রতি মাসেই স্থানীয় পর্যায়ে দাম নির্ধারণ করে থাকে বিইআরসি। সংস্থাটির দাবি, এটি ভোক্তা ও ব্যবসায়ীদের জন্য স্বচ্ছ মূল্যনীতি নিশ্চিত করার অংশ।