এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট নগরীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা), সিলেট।
ইমজার সভাপতি আশরাফুল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠুর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, ইমজার সাবেক সভাপতি সংগ্রাম সিংহ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি দীগেন সিংহ, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনিস রহমান, মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট-এর সদস্য সচিব এইচ. এম. শহীদুল ইসলামসহ আরও অনেকে।
এ সময় সাংবাদিক নেতারা বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা দেশে নতুন নয়। এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে, এখনও ঘটছে। এসব ঘটনায় সরকার যদি কঠোর ও কার্যকর পদক্ষেপ নিত, তবে দুর্বৃত্তরা কখনো সাংবাদিকদের ওপর হামলার সাহস পেত না।”
তারা আরও বলেন, “দেশ ও সমাজে ঘটে যাওয়া নানা অনিয়ম তুলে ধরার কারণে সাংবাদিকরা বিভিন্ন মহলের রোষানলে পড়ছেন। সমাজের উশৃঙ্খল ও অপরাধপ্রবণ ব্যক্তিরাই সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা চালাচ্ছে। এসব অপরাধীকে কঠোরভাবে দমন করা রাষ্ট্রের দায়িত্ব।”
সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে সিলেটের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও মাল্টিমিডিয়ায় কর্মরত সিনিয়র সাংবাদিকরা অংশ নেন।
উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন, এখন টেলিভিশনের ব্যুরো চিফ ও সিনিয়র রিপোর্টার গোলজার আহমেদ, ইমজার সাবেক সভাপতি সজল ছত্রি, ইমজার সহ-সভাপতি এস আলম আলমগীর, মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাসুদ আহমেদ রনি, সিলেট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব পাল, দ্য ডেইলি স্টারের সিলেট প্রতিনিধি দ্বোহা চৌধুরী, যমুনা টেলিভিশনের রিপোর্টার নাবিল হোসেন, এখন টেলিভিশনের রিপোর্টার সন্দীপন শুভ, সময় টেলিভিশনের রিপোর্টার অপু বণিক, স্টার নিউজের মাহবুব হাসান সানি, নয়াদিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার মহসিন রনি, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রানা মজুমদার বাপ্পী, ইমজা নিউজের স্টাফ রিপোর্টার নয়ন সরকার, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার তাওহীদুর রহমান শাহ, আজকের পত্রিকার প্রতিনিধি লবীব আহমেদ, এখন টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট অনিল কুমার পাল, ভিডিও জার্নালিস্ট সেলিম মিয়া, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মোজ্জামেল হক, বাংলাভিশনের ভিডিও জার্নালিস্ট আজমল আলী, সাংবাদিক জয়ন্ত কুমার দাশ, ইমজা নিউজের ক্যামেরাপারসন বিশাল দে বৃত্ত, সাংবাদিক জয়নাল আবেদিন, নাজিব আহমেদ, আরমান আহমেদ, আরিফ আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, রোববার চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহকালে দুর্বৃত্তদের হামলার শিকার হন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজ।