প্রবীণ দিবসে জেলা প্রশাসক ফৌজিয়া খান

নিজেকে প্রবীণ ভাববেন না,মানুষ চির সবুজ চির তরুণ

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ৭ অক্টোবর, ২০২৫, ০৭:২৪ পিএম | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫, ০৭:২৪ পিএম
নিজেকে প্রবীণ ভাববেন না,মানুষ চির সবুজ চির তরুণ

জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেছেন, নিজেকে প্রবীণ ভাববেন না,মানুষ চির সবুজ চির তরুণ।  বয়স হলো একটি সংখ্যা। একজনের ৬৫ বছরে ডায়াবেটিস হয় আবার কেউ ২০ বছরেও হয় অনেক নবজাতক ডায়াবেটিস নিয়েই জন্মে, রুগের বয়স নাই। তবে আমাদেরকে নিয়ম সৃংখলার মধ্যে থাকতে হবে।আমি আপনাদেরকে প্রবীণ বলব না,আপনারা আমার সিনিয়র।  সিনিয়রদেরকে সম্মান না করলে নিজেও সম্মান পাব না। 

৩৫তম  আন্তর্জাতিক  প্রতিবন্ধী  দিবস ২০২৫  উপলক্ষে জেলা প্রশাসক  কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, জেলায় একটি সমন্বিত ভবন তৈরি হচ্ছে এতে প্রবীণদের বসার জন্য একটি কক্ষ থাকবে। প্রবীণরা পেনশনে চলে গেলেও তাদের গুরুত্ব কমে যায়নি।

পরিবারে দেখা যায় প্রবীণদেরকে পরিবারে না রেখে প্রবীণ  নিবাসে রাখা হয় সেটা যেনো না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখবেন  সমস্যা যেখানে  আছে সেখানে আলোচনা করতে হবে, যেখানে সমস্যা নেই গবেষণা করতে হবে,সমস্যার সমাধানে আসতে হবে।পরিবারে প্রবীণদেরকে এক সাথে রাখতে হবে। আমি  পরিবারের সাথে শেষ নি:শ্বাস পর্যন্ত থাকতে চাই।যুগ যুগ ধরে আসা পরিবারের সকলকে এক সাথে নিয়ে বসা খাওয়ার অভ্যাস ধরে রাখতে হবে।ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে,ইতিহাস ভুলে গেলে চলবে না। আমরা দিবসকেন্দ্রিক আলোচনা করি পরে ভুলে যাই। পুর্ব পুরুষদের ভুলে যেতে নেই।পরিবারের ঐতিহ্যকে ধরে রাখতে হবে। জেলার প্রতিটি উপজেলাওয়ারী প্রবীণদের জরিপ করতে হবে তাদের খোঁজ খবর রাখতে হবে।

৭ অক্টোবর ২০১৫ ”একদিন  তুমি পৃথিবী গড়েছো, আজ  আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে”মূল প্রতিপাদ্য নিয়ে জেলা  সমাজসেবা কার্যালয়,প্রবীণ হিতৈষী সংঘ, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে  সভায় সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি সাবেক সিভিল সার্জন অধ্যক্ষ অব ডা:আতিকুল সারোওয়ার।  

সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. কামরুজ্জামান খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: মাহমুদুল ইসলাম তালুদকদার (পিপিএম), সিভিল সার্জন প্রতিনিধি ডা:নাজমুল করিম।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এড আব্দুর রশিদ, প্রবীণ হিতৈষী সংঘের যুগ্ন সম্পাদক আলহাজ্ব মেহের উদ্দিন,প্রফেসর মাহবুবুর রহমান, সহ সভাপতি আব্দুর রহিম, সাবেক সভাপতি প্রফেসর ডা: মুহিউদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো শহীদুল্লাহ, শাহনাজ পারভীন , সদর উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ মাঈনুর রহমান মনির, শহর সমাজসেবা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, প্রবেশন অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ ছিলেন। এর আগে একটি র‍্যালি সমাজসেবা বালিকা সদন থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে