কোরআন অবমাননার প্রতিবাদে নাঙ্গলকোট হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫, ০৭:৫৭ পিএম
কোরআন অবমাননার প্রতিবাদে নাঙ্গলকোট হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপূর্ব পাল পবিত্র কোরআন অবমাননা করায় তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাঙ্গলকোট শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান ও বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে হেফাজতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ঈমাম সমিতির সভাপতি মূফতি ওলিউল্লাহ, নারান্দিয়া কাওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা মামুনুর রশিদ, সিংগুরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াকুব, উপজেলা ঈমাম সমিতির সাধারণ সম্পাদক শরীফ মোঃ বেলাল হোসেন, তিলিপ দরবার শরীফে পক্ষ থেকে মূফতি মাওলানা গিয়াস উদ্দিন, উপজেলা ঈমাম সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল হাসেম, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আব্দুল কাইয়ুম, মূফতি আলমগীর, সাজ্জাদ হোসেন রাহাদ, মাওলানা ছালে আহম্মদ প্রমুখ। বক্তরা তার দৃষ্টান্ত মূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে