নোয়াখালীর সেনবাগে ফসলী জমিনের মাটি কাটার অপরাধে হাবিবুর রহমান (৫৫) নামের এক মাটি ব্যবসাসীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদুল ইসলাম। শনিবার উপজেলার ৩ নং ডমুরুয়া ইউপির ৪ নং ওয়ার্ডের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ধারা ১৫(১) অনুযায়ী ৫০,০০০টাকা অর্থদন্ড হয়। এ সময় সেনবাগ থানা পুলিশের একটি টিম সহায়তা করে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে ।