কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ০১:০১ পিএম
কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত

ঝিনাইদহের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীন দিবস। এ উপলক্ষে মঙ্গলবার শহরের সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। অনুষ্ঠান শুরুর পূর্বে ব্যান্ড পার্টি  নিয়ে প্রবীন সদস্যদের প্রানবন্ত অংশ গ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রকক্ষিন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও উচ্চকণ্ঠ নিউজের সম্পাদক আনেয়ারুল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ও বিশিষ্ট শিক্ষাবিদ, সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রোকেয়া খাতুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীন হিতৈষী সংঘের সাবেক সভাপতি আনসার আলী মাষ্টার, বর্তমান সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী ও শিক্ষক ইব্রাহীম খলিল,সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য আলাউদ্দিন আলা, খবির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্বে সমিতির প্রবীন সদস্য ক্যান্সারে আক্রান্ত কুলসুম বেগমের চিকিৎসার্থে সংগঠনের পক্ষ থেকে ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।