রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ডিগ্রী কলেজের ৩ অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আগামী ১১ অক্টোবর ভোট গণনা অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।
জানা গেছে, বড়াল নদীর ধারে আড়ানী ডিগ্রী কলেজ ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। এ কলেজে মোট ভোটার সংখ্যা ২০২ জন। এ নির্বাচনে তিনটি প্যানেলে ভোট গ্রহণ অনুষ্টিত হবে। বিএনপির দুই প্যানেল এবং জামায়াতের এক।
জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের পক্ষে স্থানীয়ভাবে নের্তৃত্ব দিচ্ছেন আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক। এর পক্ষে প্রার্থী হয়েছেন-আবদুর রশিদ, শামসুল ইসলাম বাবুল, শামসুল ইসলাম।
আরেক বিএনপি নেতা জেলা যুবদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন উজ্জলের প্যানেলে স্থানীয়ভাবে নের্তৃত্ব দিচ্ছেন আড়ানী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র নজরুল ইসলাম। এর প্যানেলে প্রার্থীরা হলেন-সামসুজ্জোহা, জালাল উদ্দিন, আসাদুল ইসলাম।
অপর দিকে জামায়াতের প্যানেলে নের্তৃত্ব দিচ্ছেন আড়ানী পৌর জামায়াতের আমির অধ্যাপক মনিরুল আজম জিঞ্জু। এর পক্ষে প্রার্থী হয়েছেন-আনোয়ার হোসেন ও শহিদুল ইসলাম।
এ বিষয়ে আড়ানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন আক্তার বলেন, নির্বাচনের কাজ সম্পূর্ণ করা হয়েছে। আশা করছি সুষ্ট ও সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একজন অভিভাবক তিনটি করে ভোট প্রয়োগ করবেন।