‘আমি কন্যা শিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ -এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় কন্যা শিশু দিবস/২০২৫ পালিত হয়েছে।
বুধবার (৮অক্টোবর) সকাল ১০টায় রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা, উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারি সমাজসেবা কর্মকর্তা মোছা. ববিতা খাতুন, উপজেলা জামায়ায়তের আমীর মাওলানা কফিল উদ্দিন, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত ও ব্র্যাক এর আনোয়ার হোসেন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের সুরক্ষা, অধিকার, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের আহ্বান জানান। শেষে ব্র্যাক এর আয়োজনে স্বপ্নসারথী গ্র্যাজুয়েশন এর ২২জন ডিগ্রীধারী কন্যাকে সনদ ও উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসারসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার শিশু কন্যা- অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।