হাটহাজারীতে বৌদ্ধদের পবিত্র দান শ্রেষ্ঠ শুভ কঠিন চীবর দানোৎসব শুরু হতে যাচ্ছে আগামী ৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিন পূর্ণিমা তথা প্রবারনা পূর্ণিমা পর্যন্ত তিন মাসব্যাপী ভিক্ষু সংঘের বর্ষাব্রত অধিষ্ঠান ও গৃহী সংঘের উপসথ শীল অধিষ্ঠানের পর, বিহারে অবস্থান রত ভিক্ষু সংঘ বহুজনের হীত সুখের জন্য ধর্মালোচনা মাধ্যমে গৃহীসংঘকে বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহাকারুনিক বুদ্ধের নিদের্শিত ধর্মালোচনার মাধ্যমে সঠিক পথ প্রদর্শনের জন্যই প্রত্যেক বিহার/ মন্দির / প্যাগোডায় এই দানানুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। বিশেষ করে যেই বিহারে ভিক্ষু সংঘ বর্ষাবাস অধিষ্ঠান করে থাকে সেই বিহারেই এই কঠিন চীবর দানের আয়োজন করেন বিহারের আওতাধীন গৃহী সংঘ। মন ও চিত্তকে একাকার করে সঠিক নীতি আদর্শের অনুসারী হয়ে সমাজের উপকার ও মঙ্গল সাধন, ধর্মত জীবন করার জন্য চীবরদানানুষ্ঠানে ভিক্ষু সংঘ তাঁদের দেশনায় গৃহীদের উদ্বুদ্ধ করে থাকে। চীবর দানানুষ্ঠানে গৃহীদের পক্ষ থেকে বিহারে বর্ষাবাসরত ভিক্ষুদের সারা বছরের পরিধেয় কাসায় বস্ত্র দান করে থাকে। মনকে সংযত করা, কোন মানুষের মনে কস্ট না দেওয়া, কারো অনিষ্টের কথা চিন্তা নাকরে সংযত থাকা সীমাহীন কঠিন। তাই এই দানোৎসবকে কঠিন হিসাবে আখ্যায়িত করা হয়েছে।
আঞ্চলিক ভিক্ষু সমিতি সূত্রে জানা যায়, বালুখালী জগৎজ্যোতি বিহারে ৯ অক্টোবর বৃহস্পতিবার, মিরেরখীল-চন্দ্রপুর বেণুবন বিহারে ১০ অক্টোবর শুক্রবার, রুদ্রপুর ধর্মরত্ন বিহারে ১১ অক্টোবর শনিবার, গুমানমর্দ্দন ধর্মচক্র বিহারে ১৩ অক্টোবর সোমবার, বিশ্বশান্তি প্যাগোডায় ১৭ অক্টোবর শুক্রবার, ১৭ অক্টোবর শুক্রবার গুমানমর্দ্দন আরিয়া ওয়াংচা আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রে, জোবরা সুগত বিহারে ১৮ অক্টোবর শনিবার, মধ্যম মাদার্শা সার্বজনীন শান্তি নিকেতন বিহারে ২৩ অক্টোবর বৃহস্পতিবার, মির্জাপুর শান্তিধাম বিহারে ২৪ অক্টোবর শুক্রবার, মির্জাপুর গৌতমাশ্রম বিহারে ২৫ অক্টোবর শনিবার, গুমানমর্দ্দন শান্তি বিহারে ৩১ অক্টোবর শুক্রবার, উদালিয়া শান্তিনিকেতন বিহারে ১ নভেম্বর শনিবার, গুমানমর্দ্দন সর্বজনীন নালন্দা বিহারে ৪ নভেম্বর মঙ্গলবার শুভ দানোত্তম কঠিন দান অনুষ্ঠিত হবে।