ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারের জারিকৃত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে মুন্সীগঞ্জের গজারিয়ায় ৪ জেলেকে আটক করেছে নৌপুলিশ। একই অভিযানে জব্দ করা হয়েছে একটি নৌকা ও ১ হাজার ১০০ মিটার কারেন্ট জাল।
মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানীরচর সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায় গজারিয়া নৌপুলিশ। আটককৃতরা হলেন- চরবলাকী গ্রামের মুক্তার হোসেন (৪৫), মোহাম্মদ হোসেন (২৩), রবিউল ইসলাম (৪২) ও রাকিব হাসান (২৬)।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিত কুমার ঘোষ বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। অভিযানে ১১শ’ মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
উল্লেখ্য, ১২ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার, যাতে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে।