পাবনা-৩ আসনের সাবেক এমপি,বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,চাটমোহর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম বলেছেন,বিএনপি করতে গিয়ে অনেকে নির্যাতিত হয়েছেন,অনেকে মারা গেছেন। আমরা এখনো লড়াই করে টিকে আছি। চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুরবাসী স্থানীয় প্রার্থী চান। তারা কোন বহিরাগতকে মেনে নেবে না। পাবনা-৩ আসনে কার কতো ইমেজ,কে জনপ্রিয়,সাধারণ কর্মী কাকে চান-তার রিপোর্ট বিএনপির হাইকমান্ডের কাছে আছে। আমি আপনাদের সাথে ছিলাম,আছি এবং থাকবো। তাই স্থানীয় প্রার্থীর জন্য সবাইকে আরো সোচ্চার হতে হবে। দেশনায়ক তারেক জিয়ার নেতৃত্বে আমাদের দেশ গড়তে হবে। তার ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠণ আয়োজিত বিশাল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাবেক এই এমপি এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা উল্লেখ করে আগামীতে সকলের সহযোগিতা কামনা করেন।
অমৃতকুন্ডা (রেলবাজার) হাট চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মূলগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মহব্বত মল্লিক। উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন,মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি,সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম,মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ কুদ্দুস রেজা,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আঃ কুদ্দুস আলো মাস্টার,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ্যাড.আশরাফুজ্জামান হালিম,উপজেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক কাজী খোকন,যুবদল নেতা সাঈদ-উল-ইসলাম কাফী,বিএনপি নেতা কামরুল সরকার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল করিম সরকার,মুন্তাজ হোসেন,ছাত্রদল নেতা শরীফ হোসেন প্রমুখ। এসময় সাবেক ইউপি চেয়ারম্যান আঃ আজিজ জোয়ার্দার,হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক সোহেল রানা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু,সাবেক ইউপি সদস্য আজিজুল হক,আজিমুদ্দিন,জাকির হোসেন,বিলচলন ইউনিয়নের গোলজার হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।