বাজিতপুরে ব্র্যাকের উদ্যোগে স্বপ্ন সারথি কিশোরীদের গ্রাজুয়েশন সেরিমনি

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ০৭:৪০ পিএম
বাজিতপুরে ব্র্যাকের উদ্যোগে স্বপ্ন সারথি কিশোরীদের গ্রাজুয়েশন সেরিমনি

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সু- রক্ষা  কর্মসূচি এর উদ্যোগে  আজ  বুধবার বাজিতপুর উপজেলা পরিষদ হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে স্বপ্ন সারথি কিশোরীদের বর্ণাঢ্য গ্রাজুয়েশন সেরিমনি। অনুষ্ঠানে অংশগ্রহন করে ১৮ বছর পূর্ণ করা সেই সকল কিশোরিরা, যারা দীর্ঘদিন ধরে ব্র্যাকের স্বপ্ন সারথি কার্যক্রমের মাধ্যেমে জীবন দক্ষতা,আত্নবিশ্বাস ও আইনি সচেতনতার প্রশিক্ষণ গ্রহণ করেছে। এ বছরের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল- পার করেছি ১৮, পেরিয়ে যাব পাহাড়ও । এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আবু বক্কর সিদ্দিক। আরো উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা বাবুল মিয়া, মহিলা বিষয়ক কর্মকতা দিলরুবা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন। এ সময় স্বপ্ন সারথি কিশোরী ও তাদের অভিভাবক ।অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সু-রক্ষা কর্মসূচির অফিসার মোঃ জুয়েল মিয়া।বক্তারা বলেন ব্র্যাকের স্বপ্ন সারথি কর্মসূচি কিশোরিদের আত্ননির্ভরতা, নেতৃত্বগুণ এবং সামাজিক আইনি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ১৮ বছর পূর্ণ করা এসব কিশোরিরা আজ আত্নবিশ্বাস ও দৃঢ় সংকল্পে নতুন জীবনের প্রথে অগ্রসর হচ্ছে। অনুষ্ঠান শেষে উপস্থিত ২৩ জন স্বপ্ন সারথি কিশোরীদের হাতে গ্রাজুয়েশন সার্টিফিকেট ও স্মারক উপহার তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার জেলার সংবাদ পড়তে