যে কারো বাসায় রাষ্ট্রদূতরা যেতে পারেন: পররাষ্ট্র উপদেষ্টা

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ০৮:১৯ পিএম
যে কারো বাসায় রাষ্ট্রদূতরা যেতে পারেন: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, আওয়ামীলীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ঢাকার বাসায় রাষ্ট্রদূতদের বৈঠককে ‘ব্যক্তির’ বাসায় বৈঠক হিসেবে দেখা উচিত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা ব্যক্ত করেছেন।

মো. তৌহিদ হোসেন বলেন, ‘তারা (রাষ্ট্রদূতরা) একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। যদি তিনি (সাবের হোসেন) অপরাধী হতেন, তাহলে তাকে অবশ্যই হেফাজতে রাখা হতো। এমন কিছু হয়নি। রাষ্ট্রদূতরা যে কারো বাসায় যেতে পারেন। সেখানে তারা কি নিয়ে আলোচনা করেছেন, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু রাষ্ট্রদূতরা গিয়েছেন- এটি নিয়ে আমাদের বলার কিছু নেই।

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ ফিলিস্তিনের সঙ্গে মুখোমুখি হবে না।

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির মন্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসবে, তাদের সঙ্গে ভারত কাজ করবে-এ বক্তব্যকে আমরা বিষয় হিসেবে দেখি না। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সম্পূর্ণ।

আপনার জেলার সংবাদ পড়তে