হত্যার বিচারের দাবিতে গফরগাঁওয়ে সমাবেশ

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৪, ১২:২৫ এএম
হত্যার বিচারের দাবিতে গফরগাঁওয়ে সমাবেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে টঙ্গীর ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত নিরীহ মুসল্লিদের উপর সন্ত্রাসী সাদপন্থীদের বর্বরোচিত হামলা ও হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।গত  শনিবার সকালে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়ন উলামা মাশায়েখ ও তাবলীগী সাথীবৃন্দ ব্যানারে স্থানীয় পালের বাজারে এ বিক্ষোভের আয়োজন করে। পাঁচবাগ ইউনিয়ন উলামা সমিতির সভাপতি মাওলানা নুরুল হুদা'র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, গফরগাঁও উপজেলা সভাপতি মাওলানা জয়নুল আবেদীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ পাগলা থানা শাখার সাধারন সম্পাদক মুফতি হাদিউল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি, গফরগাও থানার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, গফরগাঁও উলামা সমিতি পাঁচবাগ ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক হাফেজ মোঃ তাজুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাঁচবাগ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা এমদাদুল হক জিহাদীর প্রমূখ ৷ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হয়। পরে মিছিলটি বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ইউনিয়নের সর্বস্তরের উলামা মাশায়েখ, তৌহিদী জনতাসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে