সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (৮ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে দোয়া মাহফিলের মাধ্যমে প্রচারণা শুরু হয়।
এ সময় খন্দকার মুক্তাদির বলেন, গত ১৫ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। এখন সময় এসেছে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার। তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে অর্থনীতি পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি মাদকমুক্ত আধুনিক সিলেট গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রচারণায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, তাদের মধ্যে ছিলেন ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, রেজাউল হাসান কয়েস লোদী, আব্দুল কাইয়ুম জালালী পংকী, নজিবুর রহমান নজিব, জিয়াউর গণি আরেফিন জিল্লুর, শামীম মজুমদার, সৈয়দ সাফেক মাহবুব, ওলিউর রহমান চৌধুরী সোহেল, শহীদ আহমদ, তারেক আহমদ খান, মোঃ লুৎফুর রহমান মোহনসহ আরও অনেকে