সৈয়দপুরে বেতন ভাতার দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ০৮:৫৯ পিএম
সৈয়দপুরে বেতন ভাতার দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

বেতন শিটে লায়ন্স ক্লাবের সভাপতি স্বাক্ষর করছেন না। তাই এক সপ্তাহ পেরিয়ে গেলেও চলতি মাসের বেতন পায়নি সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক ও কর্মচারীরা। বার বার অনুরোধ করার পরও সভাপতি কর্ণপাত না করায় বাধ্য হয়ে বেতনের দাবিতে আন্দোলন শুরু করেছেন তারা। এরই অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

৮ অক্টোবর প্রতিষ্ঠানের প্রধান গেটের সামনে শহীদ ক্যাপ্টেন মৃধা সামসুল হক সড়কে এই কর্মসূচীর আয়োজন করা হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থীদের আন্দোলনের ফলে সদ্য দায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মজিবর রহমান চৌধুরী মুকুল, সিনিয়র শিক্ষক ফারহানা সুলতানা ও কাজী আসাদুজ্জামান স্বাধীন।

তারা বলেন, মাত্র ১৫ দিন আগে দূর্নীতি ও অনিয়মের কারণে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রেক্ষিতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি শফিয়ার রহমান ও অধ্যক্ষ মশিউর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসাথে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী সভাপতির দায়িত্ব নেন এবং মজিবর রহমান চৌধুরী মুকুলকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেন।

লায়ন্স ক্লাবের সভাপতি জাকির হোসেন মেনন অনেকটা বাধ্য হয়েই এই পদক্ষেপ নিয়েছেন। কারণ সাবেক সভাপতি ও অধ্যক্ষ তার অনুগত হওয়ায় তিনি তাদের নিয়োগ দিয়েছেন। তাদের অনিয়ম দূর্নীতি করার সুযোগও দিয়েছেন। যে কারণে আমরা সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে প্রমাণসহ অনিয়ম দূর্নীতির অভিযোগ তুলে ধরলেও তিনি কোন ভ্রুক্ষেপ করেননি। কিন্তু শিক্ষার্থীদের কাছে পরাজিত হয়েছেন। আর সেই আক্ষেপে তিনি আমাদের সাথে অন্যায় করছেন। নিয়মিত প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেয়া হয়। কিন্তু এমাসে এখনো বেতন বিলশিট স্বাক্ষরই করেননি লায়ন্স ক্লাবের সভাপতি। আজ বেলা ২ টার মধ্যে বেতন দেয়া না হলে ৩ টার দিকে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করাসহ লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

এব্যাপারে সৈয়দপুর লায়ন্স ক্লাবের সভাপতি জাকির হোসেন মেননের সাথে যোগাযোগের জন্য তার মুঠোফোনে বার বার কল দেয়া হয়। কিন্তু তিনি রিসিভ না করায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য,গতবছর রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে অনেকটা দলীয় দাপটে লায়ন্স ক্লাবের সভাপতির পদ বাগিয়ে নিয়েছেন বিএনপি নেতা জাকির হোসেন মেনন। এরপর লায়ন্স স্কুল এন্ড কলেজের সভাপতি ও অধ্যক্ষ পদসহ পরিচালনা পর্ষদে নিজের অনুগত ও দলীয় লোক বসিয়েছেন। প্রতিষ্ঠানের আয় লায়ন্স ক্লাবের ফান্ডে ট্রান্সফার করা,সভাপতির বেতন বাবদ মাসে ৭০ হাজার টাকা দেয়া,নতুন শিক্ষক নিয়োগ নিয়ে বাণিজ্য করাসহ নানা দূর্নীতি এবং অধ্যক্ষকে নিয়োগ বিধি লঙ্ঘন করে পদায়ন করার মত অনিয়ম বিষয়ে অভিযোগ উঠেছে। লায়ন্স ক্লাব সভাপতি জাকির হোসেন মেনন তার স্ত্রীকেও চাকুরি দিয়েছেন। তিনি অনেকটা দলীয় প্রভাব খাটিয়ে নিজের ইচ্ছেমত কাজ করছেন। মানববন্ধনে ওই দুর্নীতিবাজ সভাপতি মেননের পদত্যাগের দাবি তোলা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে