মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢা কা-চট্টগ্রাম মহাসড়কে ডিউটিতে থাকা অবস্থায় পুলিশের গাড়িতে দ্রুতগামী কভাড়ভ্যানের ধাক্কায় এসআই সহ দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) আমিনুল ইসলাম। এর আগে গেল শনিবার দিনগত রাত ৪টার দিকে মহাসড়কের তেতৈতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন,গজারিয়া থানার এসআই বিজন বাড়ৈ ও গাড়ি চালক মো. দিদার। ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, শনিবার দিনগত রাত আনুমানিক ৪টার দিকে এসআই বিজন বাড়ৈ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া কিলো-৩ টহল ডিউটিতে ছিলেন।এ সময় তেতৈতলা এলাকা ইউ টান করার সময় পিছন থেকে একটি কভাড়ভ্যান (চট্টগ্রাম মেট্টে ল ১১-৪১৮০) সজরে ধাক্কা দেয়। এসময় পুলিশের গাড়িটির সামনে এবং পিছনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এতে এসআই বিজন বাড়ৈ ও চালক মো. দিদার আহত হন। আল্লাহর রহমতে বড় ধরনের দুর্ঘটনা হতে অফিসার এবং ফোর্স অল্প জন্য রক্ষা পায়। কাভাড়ভ্যান এবং ড্রাইভার আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।