বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনে আন্দলনকারী এবং সাধারন ব্যবসায়ী ও বয়স্ক ব্যক্তিদের নামে মিথ্যা বানোয়াট মামলা দায়ের করে মামলা বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচীপালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও ভুক্তভোগীদের পরিবার। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচীপালন করা হয়। উল্লেখ থাকে, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলীর ছোট ভাই, এডভোকেট সম্রাট পাহেলীর নেতৃত্বে জয়নাল আবেদীন ওরফে (ঠুংগা) জয়নালকে বাদী করে হয়রানী মুলক এ মিথ্যা মামলাটি করা হয়েছে। মামলায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা, ব্যবসায়ী, অসুস্থ্য বয়বৃদ্ধ সবাই নাজেহাল অবস্থায় আছেন বলে দাবী করেন মানববন্ধনে আগত ভুক্তভুগীদের পরিবার।