গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
৮ ও ৯ অক্টোবর সীমান্তবর্তী নোয়াকোট, শ্রীপুর, প্রতাপপুর, দমদমিয়া ও সোনালীচেলা বিওপি এলাকা এবং গোয়াইনঘাট উপজেলার হাদারপাড়ে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, শাড়ি, গরু, চিনি এবং অবৈধভাবে উত্তোলন করা বালুবাহী নৌকা জব্দ করা হয়। এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় হাদারপাড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুইজন চোরাকারবারীকে আটক করে। আটককৃতদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।