সিলেটের লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ০২:০২ পিএম
সিলেটের লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলা ও নাশকতার একাধিক মামলার আসামি লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে নিজ এলাকা করসনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তুহিন দক্ষিণ সুরমা উপজেলার করসনা গ্রামের বাসিন্দা এবং রুসন মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলায় তার নাম আসামির তালিকায় রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। দক্ষিণ সুরমা থানার একজন কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

তোয়াজিদুল হক তুহিন লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছাড়াও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে