চাঁদপুরে শ্রবণ বধির প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান, মৌলিক অধিকার নিশ্চিতকরণসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁদপুর জেলা শ্রবন ও বাক প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও জাতীয় বধির ঐক্য পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে প্রায় অর্ধশত শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, শ্রবণ বধির ব্যক্তিরা সমাজে কারো বোঝা হয়ে থাকতে চান না। তারা অন্য সকলের মতো সম্মানের সঙ্গে জীবনযাপন করতে চান। এজন্য তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ, মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। বক্তারা দ্রুত এসব দাবি পূরণের জন্য সরকারের কাছে আহ্বান জানান।
মানববন্ধন কর্মসূচি শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এতে শ্রবণ প্রতিবন্ধীদের দাবিগুলো তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শ্রবন ও বাক প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. কাজী হাসেম, বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষাবিদ গোলাম মাওলা এবং সংস্থার সদস্য বৃন্দ ও সাধারণ জনগণ।