ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদের সামনে ফুলবাড়ীয়া প্রেসক্লাব আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রেসক্লাব সাংবাদিক বক্তারা বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকের ওপর হামলা করেছে। সন্ত্রাসীরা বারবার সাংবাদিকদের ওপর হামলা করার কারণ কি? তারা চায় গণমাধ্যমকে থামিয়ে দিতে- দেশে দুর্নীতি-অনিয়ম চলবে, জবাবদিহিতা থাকবে না। তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলায় বোঝা যায় গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। এভাবে একের পর সাংবাদিকদের ওপর হামলা করে গণমাধ্যমকে যারা থামিয়ে দিতে চায় তাদের দ্রুত গ্রেফতারের করে বিচারের আওতায় আনতে হবে। সাংবাদিকদের ওপর হামলা বর্তমান সময়ে বেড়েছে- এটা নিরাসন জরুরী। সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হলে গণমাধ্যম হুমকির মুখে পড়বে। এ সময় মানববন্ধনে উপস্থিত স্থানীয় সকল গণমাধ্যমকর্মীরা হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।