চিলমারী নৌ-বন্দরে হাউজে পড়ে শিশুর মৃত্যু

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ০৪:৫৮ পিএম
চিলমারী নৌ-বন্দরে হাউজে পড়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের চিলমারী নৌ-বন্দরের নির্মাণাধীন প্রকল্পের পানির হাউজে পড়ে তিন বছরের এক শিশু মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৮ টার দিকে চিলমারী নৌ-বন্দরে এ ঘটনা ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য রোকনুজ্জামান স্বপন। নিহত শিশুর নাম শামীম (৩)। সে রমনা মডেল ইউনিয়নের ব্যাপারী পাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে। অভিযোগ উঠেছে  বন্দর কর্তৃপক্ষের উদাসীনতায় হাউজ অরক্ষিত হওয়ায় এর আগে দুইটি শিশু একই হাউজে পড়ে গেলেও প্রাণে বেঁচে যায়। এ নিয়ে স্থানীয়রা  সংশ্লিষ্টদের একাধিকবার হাউজ ঢেকে রাখার জন্য তাগিদ দিলেও এখন পর্যন্ত অরক্ষিত রয়েছে। জানা গেছে, বন্দরের  নির্মাণাধীন ভবনের একটি অংশে ইট ভেজানোর জন্য হাউজ উন্মুক্ত থাকায় ভিতরে পানি জমে ছিল। ঘটনার দিন সকালে নিহত শামীম ওই দিকে খেলতে গিয়ে সেই অরক্ষিত হাউজে পড়ে যায়। স্থানীয় লোকজন হাউজে শিশুটির মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে চিলমারী উপজেলা হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। মৃতের পিতা মমিনুল জানান, শামীম সকালে তার মায়ের সাথে নদীতে কাপড় কাচতে গিয়েছিল। এই সুযোগে খেলতে গিয়ে এ দূঘটনাটি ঘটে। চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে