প্রেম মানে না কোনো বাধা-বিপত্তি, জাত-ধর্ম। তেমনি এক ঘটনা ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে। ভালোবাসার মানুষকে পেতে স্বামী ও গর্ভের দুই সন্তানকে রেখে একই এলাকার বিবাহিত মুসলিম ধর্মের মিজানুর রহমান নামের এক ব্যক্তির সাথে পালিয়ে গিয়ে ধর্ম পরিবর্তন করে মুসলিম পুরুষকে বিয়ে করেছেন হিন্দু সম্প্রদায়ের মনিকা রানী নামের দুই সন্তানের জননী।
বর্তমানে মনিকা রানী হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহন করে নাম দিয়েছেন ইশরাত জাহান মনি। দুই ধর্মে নারী-পুরুষ বিবাহিত হয়েও স্বামী-স্ত্রী, সন্তানদের ফেলে ধর্ম পরিবর্তন করে বিয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হিন্দু সম্প্রদায়ের নারী অন্য ধর্মের পুরুষের সাথে পালিয়ে বিয়ে করার ঘটনায় মনিকার স্বামী অমরেশ চন্দ্র থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মিজানুর রহমান ও তার সহযোগিরা প্রতিনিয়ত অমরেশকে হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছেন।
এ ঘটনায় সঠিক বিচার দাবি করে ও স্ত্রীকে ফেরত পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ভুক্তাভোগী অমরেশ চন্দ্র বরিশাল নগরীর সিএন্ডবি রোড এলাকার একটি রেস্তোরায় সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অমরেশ চন্দ্র বলেন, থানায় দায়ের করা অভিযোগ প্রত্যাহার করা না হলে আমাকে ও আমার সন্তানদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি উজিরপুর মডেল থানা পুলিশকে অবহিত করা সত্বেও তারা এখনও অভিযুক্তর বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা গ্রহণ করেননি।