চাঁদপুর হাজীগঞ্জে অভিযান, ৩টি হোটেল রেস্টুরেন্টকে জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ৯ অক্টোবর, ২০২৫, ০৬:৪২ পিএম | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ০৬:৩৭ পিএম
চাঁদপুর হাজীগঞ্জে অভিযান, ৩টি হোটেল রেস্টুরেন্টকে জরিমানা

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এর তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩টি হোটেল রেস্টুরেন্ট ও কনফেকশনারিকে অস্বাস্থ্যকর এবং অপরিস্কার অবস্থায় খাবার উৎপাদনের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ০৯ অক্টোবর ২০২৫ তারিখ বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৃথক অভিযান করা হয়। 

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কর্মকর্তার উপস্থিতিতে অবৈধ কারখানার বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকায় প্রিন্স হোটেল এন্ড কমিউনিটি সেন্টার, শেরাটন হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং মা মনি সুইটস এন্ড কনফেকশনারী নামে কারখানাগুলো অস্বাস্থ্যকর এবং অপরিস্কার অবস্থায় খাবার উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে উপরোক্ত প্রতিষ্ঠানগুলোকে ৮০০০০.০০ টাকা জরিমানা জরিমানা করা হয়। জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং আইন মেনে চলা নিশ্চিত করায় সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে