সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে আটক থাকা ১৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদেরকে বিজিবির মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর থানা পুলিশ যাচাই-বাছাই শেষে ওই ১৮ জনকে পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে বুধবার সন্ধ্যায় ভারতের আমুদিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের সাতক্ষীরা সীমান্তের তলুইগাছা বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে।
তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. আবুল কাশেম জানান, বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইনস্পেক্টর বিকাশ কুমার তার কাছে ১৮ জন বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। পরে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন-শ্যামনগর উপজেলার ভড়ভড়িয়া গ্রামের মো. জিন্টু, রাবেয়া খাতুন ও তাদের মেয়ে রায়হান মোল্যা (১), আবাদচন্ডিপুর গ্রামের মহব্বত ঢালী, রিজিয়া খাতুন, ইয়াসিন ঢালী (১৫), মমতাজ পারভীন, নূর ইসলাম, তার ছেলে জিম খাতুন (৭), দাতিনাখালী গ্রামের উমর ফারুক, রুপা খাতুন ও তাদের মেয়ে জান্নাতী খাতুন (৪)। এছাড়া খুলনার বয়রা এলাকার ফারুক সরদার, তার স্ত্রী রীনা বেগম, মেয়েরা সুমাইয়া খাতুন, রুমী খাতুন, মামনি খাতুন এবং ছেলে সাকিব সরদার (৭) রয়েছেন।
ফেরত আসা ফারুক সরদার জানান, তারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি সেখানে ধরপাকড় বেড়ে যাওয়ায় তারা বিএসএফের কাছে আত্মসমর্পণ করেন।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে ফেরত আসা ১৮ জনকে যাচাই-বাছাই করে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।