নীলফামারীতে নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৯ অক্টোবর, ২০২৫, ০৭:৪৭ পিএম | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ০৭:৪৭ পিএম
নীলফামারীতে নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

নীলফামারীর জলঢাকায় নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এটি ঘটেছে ৯ অক্টোবর উপজেলার খুটামারা ইউনিয়নের পাশাড়িপাড়া এলাকায়। নিহতরা হলেন স্থানীয় আতিয়ার রহমানের ছেলে হাসান (১০) এবং তার আত্মীয় হৃদয়ের ছেলে মাসুম (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয়রা জানায়,দুপুরে বটতলা চাড়ালকাটা নদীতে গোসল করতে নামে হাসান ও মাসুম। দীর্ঘসময় ধরে তারা নদী থেকে উঠে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আশপাশের লোকজনকেও খবর দেওয়া হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের না পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর তারা নদী থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (জলঢাকা স্টেশন) জানান,চলতি বর্ষা মৌসুমে নদীর বিভিন্ন স্থানে গভীর গর্ত বা খাল তৈরি হয়েছে। উপরের দিক থেকে তা বোঝা যায় না, ফলে শিশু ও কিশোরদের জন্য এসব স্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শিশুদের নদী বা জলাশয়ে গোসল করতে পাঠানোর আগে অভিভাবকদের সতর্ক থাকা জরুরি। স্থানীয়ভাবে সচেতনতা বাড়াতে আমাদের পক্ষ থেকেও প্রচার চালানো হবে।

 প্রতিবেশীরা জানান, হাসান ও মাসুম ছিল পরিবারের একমাত্র ছেলে সন্তান, তাদের অকাল মৃত্যুতে পরিবারগুলো ভেঙে পড়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে