কুষ্টিয়ার দৌলতপুরে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পনা নির্ধারন করতে দৌলতপুরে বিএনপির বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে বৃহস্পতিবার উপজেলার তারাগুনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১০ থেকে শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত চলে এ সভা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌছে দেয়া, আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে করনীয় নির্ধারন, বিএনপি ধানের শীষে ভোট চাওয়া এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কর্মকৌশল নির্ধারন ও বাস্তবায়নের পরিকল্পনা নির্ধারন করা হয়। সভায় বিএনপির উপজেল, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতারা বলেন, বিগত ১৭ বছর ধরে ফ্যাসিষ্টদের দু:শ্বাসনে বিএনপি নেতাকর্মী নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। মামলা হামলার পাশাপাশি এলাকা ছাড়া হয়েছেন শত শত বিএনপি নেতাকর্মী। বিএনপির ওই দুর্দিনে অসহায় এসব নেতাকর্মীর একমাত্র কান্ডারী ছিলেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা। নেতাকর্মীদের জামিন থেকে শুরু করে দলীয় কার্যক্রম শক্ত হাতে পরিচালনা করে দৌলতপুরকে বিএনপির ঘাটিতে পরিচালনা করেছেন তিনি। নেতারা বলেন, বিএনপির হাল ধরে রাখা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার উপর তারা আস্থা রাখতে চান। আগামী নির্বাচনে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে ধানের শীষের প্রার্থী হিসেবে চান দৌলতপুর বিএনপির নেতাকর্মীরা। আগামী নির্বাচনে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে ধানের শীষের প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী করা হবে বলেও জানান তৃণমুলের এসব নেতারা। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় সভায় জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করীম, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, রিয়াজুল ইসলাম, নজরুল ইসলাম, আকবর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, আতাউর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান লস্কর, হারুন অর রশিদ, অধ্যক্ষ রেজাউল করীম, সাবেক প্রচার সম্পাদক জহুরুল করীম বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক বেনজির আহসেমদ বাচ্চু, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আসাদুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেলসহ উপজেলার ১৪ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বিএনপির নেতারা আগামী নির্বাচন উপলক্ষে করনীয় বিষয়ে খোলামেলা আলোচনা হয়। সভায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন বলেন, আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কর্মী সভায় দৌলতপুর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙগ সংগঠনের নেতাদের আমন্ত্রন জানানো হয়েছে। সভায় উপজেলা বিএনপির কান্ডারী রেজা আহমেদ বাচ্চু মোল্লা ধানের শীষে চোট চাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্দেশনায় আমারা সকল স্তরের নেতারা আজ থেকেই কাজ শুরু করা হবে এবং আগামী সংসদ নির্বাচনে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে বিপুল ভোটে বিজয়ী করে বিএনপিকে দৌলতপুরের আসন উপহার দেয়া হবে। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, তৃণমুল নেতাদের মতামতের ভিত্তিতে কর্মীসভার মাধ্যমে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীদের নিয়ে কর্মপরিকল্পনা গ্রহন এবং ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এ কারণে দৌলতপুর উপজেলা বিএনপি ৩ টীম কাজ করবে। আমরা বিশ্বাস করি বিগত সময়ের মতই এবারও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে ধানের শীষ বিজয়ী হবে এবং দেশ নায়ক তারেক রহমানকে এ আসন উপহার দেয়া হবে।