জাতীয়তাবাদী দল(বিএনপির) কুড়িগ্রামের রাজারহাট উপজেলা অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(৯অক্টোবর) দুপুরে রাজারহাট বাজার থানা মোড়ে ফিতা কেটে এ অফিস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ ও কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হাসিবুর রহমান হাসিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডা. আ: রফিক, উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক এ্যাড, শফিকুল ইসলাম, সদস্য সচিব শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদল আহবায়ক আব্দুল কুদ্দুস ও সদস্য সচিব নয়ন আলী, উপজেলা ছাত্রদল আহবায়ক রুবেল পাটোয়ারী ও সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম প্রমূখ।