তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজারহাটে গণমিছিল ও সমাবেশ

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ০৯:১৯ পিএম
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজারহাটে গণমিছিল ও সমাবেশ

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের রাজারহাটে বিএনপি ও জাগো বাহে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও’ যৌথ আয়োজনে রাজারহাট উপজেলার তিস্তা নদীর পাড়ের মানুষসহ বিভিন্ন এলাকার জনসাধারণ এ মিছিল ও সামবেশে যোগদান করেন। গণমিিিছটি রাজারহাট উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার থানা মোড়ে রাজারহাট উপজেলা বিএনপির কার্যালয়ে গণসমাবেশে মিলিত হন।  এসময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিস্তা নদী রক্ষা কমিটির কুড়িগ্রাম জেলা সমন্বয়ক ও কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ ও  কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হাসিবুর রহমান হাসিব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাড. শফিকুল ইসলামসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। বক্তারা দাবী তোলেন-তিস্তা নদীতে সারা বছর পানিপ্রবাহ ঠিক রাখতে জলাধার নির্মাণ, তিস্তা নদীর শাখা-প্রশাখা ও উপশাখাগুলোর সঙ্গে নদীর পূর্বের সংযোগ স্থাপন ও নৌ চলাচল পুনরায় চালু করতে হবে। এছাড়া  তিস্তার ভাঙন, বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। নদীভাঙনের শিকার ভূমি-গৃহহীন ও মৎস্যজীবী মানুষের পুনর্বাসন, তিস্তা মহাপরিকল্পনায় তিস্তা নদী ও এর তীরবর্তী কৃষকদের স্বার্থ সুরক্ষায় কৃষক সমবায় ও কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তোলা এবং মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে। প্রস্তাবিত প্রকল্প এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তাপারের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।


আপনার জেলার সংবাদ পড়তে