পেশি শক্তির প্রভাব ও কালো টাকামুক্ত নির্বাচন দেখতে চাই

এফএনএস (এম এ আজিম; খুলনা) :
| আপডেট: ৯ অক্টোবর, ২০২৫, ১০:০৭ পিএম | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ০৯:৪৭ পিএম
পেশি শক্তির প্রভাব ও কালো টাকামুক্ত নির্বাচন দেখতে চাই

খুলনা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী, জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন এদেশের মানুষ পিআর পদ্ধতিতে দেখতে চায়। যার কারনে আমরা নিম্নকক্ষে ও উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছি। তাছাড়া আমরা পেশি শক্তির প্রভাব ও কালো টাকামুক্ত নির্বাচন দেখতে চাই। নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি যাতে না হয় এজন্য সংশ্লিষ্টদের কড়া নজরদারি রাখতে হবে তিনি জানান।

তিনি বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে জামায়াত ইসলামী রূপসা উপজেলা শাখার উদ্যোগে কাজদিয়া কলেজ মিলনায়তনে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার আমীর মাওলানা লবিবুল ইসলাম। উপজেলা সেক্রেটারী হাবিবুল্লাহ ইমনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, টিএসবি ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে