বিএনপিতে যোগ দিলেন শতাধিক সনাতন ধর্মালম্বী

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ১০:১৭ পিএম
বিএনপিতে যোগ দিলেন শতাধিক সনাতন ধর্মালম্বী

‘হিন্দু মুসলিম ভাই ভাই-একে অন্যকে সামাজিক বন্ধনে পাশে চাই’ স্লোগান দিয়ে চাঁদপুরের মতলব উত্তরে শতাধিক সনাতন ধর্মালম্বী বিএনপি’তে যোগদান করেছেন।

৯ অক্টোবর বৃহস্পতিবার বিকালে এখলাছপুর ইউনিয়নে স্থানীয় বলারাম গোস্বামীর নেতৃত্বে সনাতন ধর্মালম্বীরা বিএনপিতে আনুষ্ঠানিক যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সনাতন ধর্মালম্বীদের বিএনপি যোগদান করায় স্বাগত জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ড. মো. জালাল উদ্দিন।

যোগদান সভায় বলারাম গোস্বামী বলেন, আমরা এখানে শতাধিক সনাতনী হিন্দু ধর্মের লোক আছি।যারা ড. জালাল উদ্দিনের হাত ধরে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলাম। আমরা কথা দিচ্ছি এখানকার ভোট বিএনপিতে দিয়ে প্রিয়নেতা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবো। বিএনপি নেতা জালাল ভাই কথা দিয়েছেন, আমাদের সুখে-দু:খে এবং বিপদে তিনি পাশে থাকবেন। পরে বলারাম গোস্বামী তার বক্তব্যে স্লোগান দেন, ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, একে অন্যকে সামাজিক বন্ধনে পাশে চাই’, হিন্দু মুসলিম ভাই ভাই- ধানের শীষে ভোট চাই’ ইত্যাদী। এ সময় অনুষ্ঠানে আগত সনাতন ধর্মালম্বীরা স্লোগানে, স্লোগানে আয়োজিত অনুষ্ঠানটি মুখরিত করে তোলেন।

অনুষ্ঠানে বিএনপিতে যোগদানকারীদের উদ্দেশ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ড. মো. জালাল উদ্দিন বলেন, ‘আমরা সবাই একে অপরের ভাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের সুখে-দুঃখে পাশে থাকবো। আপনাদের নিরাপত্তার দায়িত্ব তারেক রহমানের নির্দেশে দলের পক্ষ থেকে আমি গ্রহণ করছি। আমরা একসঙ্গে তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে চাঁদপুরের মতলব উত্তরের এখলাছপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জুয়েল পাটোয়ারীর সভাপতিত্বে ও মতলব উত্তর ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুরের বিএনপি নেতা আলমগীর সরকার, আ. গনি তপাদার, মিয়া মনজুর আমিন স্বপনসহ অন্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে