ইনজুরিতে ছিটকে গেলেন হ্যারি কেইন

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৫, ০৪:৩৮ এএম
ইনজুরিতে ছিটকে গেলেন হ্যারি কেইন

বায়ার্ন মিউনিখের হয়ে সবশেষ ম্যাচ খেলতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন। ব্যথার কারণে এখন বল কিকও করতে পারছেন না হ্যারি কেইন। ফলে ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না ইংল্যান্ড অধিনায়ক। কোচ থমাস টুখেল নিশ্চিত করেছেন এই তথ্য। ইউরো ২০২৪-এর রানার্সআপ ইংল্যান্ড ওয়েম্বলিতে প্রতিবেশী ওয়েলসের মুখোমুখি হবে। এরপর তারা মঙ্গলবার লাটভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নামবে। টুখেল জানিয়েছেন, ‘হ্যারি খেলবে না। সে শেষ ম্যাচে চোট পেয়েছে। ব্যথা এতটাই ছিল যে সে বল কিক করতে পারছিল না। আমরা ঝুঁকি নিতে চাইনি যাতে সে আরও চোট না পায়। এখন তাকে বিশ্রাম দেওয়া হয়েছে যেন পুরোপুরি সেরে উঠতে পারে।’ তবে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা কেনকে আগামী সপ্তাহে রিগায় লাটভিয়ার বিপক্ষে ম্যাচে দলে পাওয়া যাবে বলে আশা করছেন টুখেল।

আপনার জেলার সংবাদ পড়তে