কলেজ ছাত্রকে বলাৎকারের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি ইতালী প্রবাসী মাসুদ সরদার ওরফে কিং মাসুদকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা। গ্রেপ্তারকৃতকে গৌরনদী মডেল থানায় হস্তান্তরের পর শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এরপূর্বে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে র্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে-ওইদিন বিকেলে বরিশালের কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে মাসুদ সরদার ওরফে কিং মাসুদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ সরদার ওরফে কিং মাসুদ খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম সরদারের ছেলে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ইতালী প্রবাসী মাসুদ সরদার ওরফে কিং মাসুদ ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর নিজ এলাকায় আসেন। পরবর্তীতে তিনি (মাসুদ) ইতালী প্রবাসী বিএনপি নেতা দাবি করে স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতৃবৃন্দের ছবি সম্মিলিত ব্যানার ও পোস্টারের মাধ্যমে এলাকায় বিএনপির ব্যাপক প্রভাব বিস্তার করেন।
মামলার এজাহারে জানা গেছে, গত ৭ অক্টোবর সন্ধ্যায় অভিযুক্ত কিং মাসুদ তার দুই সহযোগির মাধ্যমে পূর্ব সমরসিংহ গ্রামের বাসিন্দা ও মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রকে (১৭) ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। এ ঘটনায় ওই কলেজ ছাত্র অসুস্থ্য হয়ে পরলে ভুক্তভোগীর বাবা বাদি হয়ে ৮ অক্টোবর সকালে গৌরনদী মডেল থানায় তিনজনকে আসামি করে একটি দায়ের করেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন-মামলা দায়েরের পর পরই পুলিশ অভিযান চালিয়ে মাসুদের সহযোগি ও মামলার আসামি নিলয় আহমেদকে গ্রেপ্তার করেন। এরপর মামলার প্রধান আসামিকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছেন। মামলার অপর আসামি ইমন সরদারকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।