প্রেমের বিয়ের মাত্র তিন মাসের মধ্যেই লামিয়া আক্তার বর্ষা (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে ঘটনার পর থেকেই বর্ষার শশুর পরিবারের লোকজন আত্মগোপন করায় বিষয়টি রহস্যজনক বলে ধারনা করছেন স্থানীয়রা। পাশাপাশি বর্ষার মৃত্যুকে একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে অভিযোগ করেছেন নিহতের বাবা।
বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের বেলতলা বাজার সংলগ্ন এলাকার একটি বাসা থেকে লামিয়া আক্তার বর্ষার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের বাসিন্দা মো. বেলায়েত খান অভিযোগ করে বলেন-তার মেয়ে লামিয়া আক্তার বর্ষা গত তিন মাস পূর্বে প্রেমের সম্পর্কে বেলতলা বাজার সংলগ্ন এলাকার আল মাদানী সড়কের বাসিন্দা শাহীন মিয়ার ছেলে সিয়াম মিয়াকে বিয়ে করেন। বিয়ের পর প্রায়ই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে ছিলো।
বেলায়েত খান আরও অভিযোগ করেন-বিয়ের পর থেকেই তার মেয়েকে শশুরবাড়ির লোকজনে শারিরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলো। ঘটনার রাতে মেয়ের অসুস্থতার খবর শুনে এসে তারা দেখতে পান বর্ষা মৃত অবস্থায় খাটে পরে আছে। এসময় তার (বর্ষা) শশুর পরিবারের লোকজনে জানিয়েছে বর্ষা আত্মহত্যা করেছে। পরবর্তীতে তিনি থানা পুলিশকে খবর দিলে বর্ষার শশুর পরিবারের লোকজন কৌশলে আত্মগোপন করেন।
বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন-খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এর আগে পুলিশ পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।