দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ তামিম(২০) কে ৩৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট সদস্যরা। গ্রেফতারকৃত তামিম খুলনা নগরীর দৌলতপুর এলাকার নাসিরের পুত্র।
মৌবাহিনী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাত ৯টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম বাইসুমার খেয়া ঘাট সংলগ্ন (ধানের চাতাল) এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানকালে দিঘলিয়ার চিহ্নিত উল্লেখিত এ মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সময় ৩৬ পিচ ইয়াবাসহ আটক করে নৌবাহিনী।
আকটকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মাদকসহ দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়। এ অভিযানে দিঘলিয়া থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন।
এ বিষয়ে দিঘলিয়া উপজেলা নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার এ প্রতিবেদককে বলেন, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে দিঘলিয়া থানার পুলিশ অফিসার এস আই লিটন এ প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃত তামিম দৌলতপুর এলাকার নাসিরের পুত্র। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।