ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি হাফিজুল্লাহ হীরা বলেছেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়ন পাশাপাশি কিশোরগঞ্জ ৪ আসনের চারটি মূল পরিকল্পনা নিয়ে কাজ করতে চাই।
কিশোরগঞ্জ (ইটনা- মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা সাংবাদিকদের সাথে শুক্রবার সকাল সাড়ে ১১ টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চল (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের লক্ষ্যে প্রয়োজন সৎ যোগ্য/ ও প্রতিশ্রুতিশীল একটি নেতৃত্ব। সেই কাঙ্খিত নেতৃত্বেও সংকট নিরসনের জন্য একজন ছাত্রনেতা হয়েও আমাকে একটু অগ্রগামী হয়ে এগিয়ে আসতে হয়েছে কিশোরগঞ্জ- ০৪ আসনের জন্য একজন আপামর ছাত্র-জনতার প্রতিনিধি হিসেবে।
আমাদের এখন আর শুধু উন্নয়ন এর গতানুগতিক ছকে আটকে থাকলে চলবেনা। আমাদের লক্ষ্য হওয়া উচিত নতুনত্ব এবং আধুনিকতার সমন্বয়ে একটি অনুকরনীয় সমৃদ্ধ-স্বনির্ভর ও বৈষম্যহীন, মানবিক সামাজিক ন্যায় বিচার সম্পন্ন কিশোরগঞ্জ প্রতিষ্ঠা করা। বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন সু-নিশ্চিত করা। সেই সাথে কিশোরগঞ্জ ৪ আসনের চারটি মূল পরিকল্পনা নিয়ে কাজ করবো।
আমার পরিকল্পনাগুলো হলো :১. আধুনিক হাসপাতাল: প্রতিটি উপজেলায় আধুনিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে। এবং দ্রুত ওয়াটার এম্বুলেন্স সার্ভিস সেবা জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে। ২. বিশেষজ্ঞ চিকিৎসক: প্রতিটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স নিয়োগ করা হবে। ৩. বিনামূল্যে চিকিৎসা:দরিদ্র ও অসহায় মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। ৪. স্বাস্থ্য সচেতনতা:স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে। আমি বিশ্বাস করি, এই পরিকল্পনাগুলির মাধ্যমে কিশোরগঞ্জ-৪ আসনের স্বাস্থ্যখাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
আমি আপনাদের সামনে কোনো আকাশকুসুম স্বপ্ন নিয়ে আসিনি। আমি এসেছি একটি বাস্তবসম্মত, সাসটেইনেবল এবং দূরদর্শী পরিকল্পনা নিয়ে।
আমি শুধু উন্নয়নের অবকাঠামো তৈরি করতে চাই না, আমি চাই মানসিকতার অবকাঠামো তৈরি করতে। আমি চাই কিশোরগঞ্জ-৪ এর প্রতিটি নাগরিক যেন নিজেকে একজন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী দক্ষ সিটিজেন হিসেবে প্রস্তুত করে। এই আসন যেন হয়ে ওঠে দেশের জন্য একটি 'কেস স্টাডি', এবং একটি 'টেক্সট বুক এক্সাম্পল '।
তিনি মনে করেন বেকারত্ব দূর করার জন্য কিশোরগঞ্জ ৪ আসন এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। আধুনিক এগ্রিকালচার হাব, ফুড প্রসেসিং সেন্টার, কৃষি পর্যটন, আধুনিক প্রযুক্তির ঘাটতি প্রভৃতি বিষয়ে সুস্পষ্ট সমাধানের পথ দেখিয়েছেন এ আসনের মনোনয়ন প্রত্যাশী। মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।