সৈয়দপুরে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৫, ০১:৫৩ পিএম
সৈয়দপুরে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

নীলফামারীর সৈয়দপুরে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সৈয়দপুর স্বেচ্ছাসেবি সামাজিক সংগঠন রসুলপুর প্রবাহ ফাউন্ডেশন এতে সহযোগিতায় করবে। এটির আয়োজন করে দিনাজপুর গাক চক্ষু হাসপাতাল। ওই চক্ষু শিবিরে সম্পুর্ন বিনেমুল্যে চোখের যে কোন সমস্যার চিকিৎসা দেয়া হবে। সাথে লেন্স স্থাপন ও ছানি অপারেশন করা হবে।

এটি অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর সৈয়দপুর  কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসা চত্বরে।  সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত চলবে চিকিৎসা। 

প্রবাহ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ তারিকুল আলম আরবী জানান,আমরা প্রবাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের ভাল কাজে এগিয়ে যাই। এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াই। গরীব মানুষের ছেলে মেয়ের লেখা পড়া বন্ধ হলে তাদের সহযোগিতা করি। ভুমিহীন ও নিঃস্ব মানুষের বিয়ের বয়সি মেয়েদের সহযোগিতা করি। মৃত ব্যক্তির দাফনে সবকিছু করে থাকি। আর এ ধরনের কাজে আমরা সমাজের সকলের সহযোগিতা পেয়ে থাকি। এবার জীবনের মহা মুল্যবান অংগ চক্ষু। যাদের চোখ নেই তাদের জন্য পৃথিবী অন্ধকার। তাই বিনে পয়সায় চক্ষু শিবিরের আয়োজন করি।

প্রবাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজগার আলী বলেন,আমাদের সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ৪০ জন। সকলেই তরুন যুবক। এরা কোন না কোন কাজের সাথে জড়িত। সদস্যদের অর্থ দিয়ে আমরা ফান্ড তৈরি করি। পরবর্তীতে এলাকার অসহায় মানুষের তালিকা করে তাদের পাশে দাঁড়াই। সাধ্যমত সহযোগিতা করে থাকি। আমরা অক্সিজেন সংগ্রহ করেছি। যা শ্বাসকষ্ট রোগিকে ফ্রিতে দিয়ে থাকি। ডেঙ্গু প্রতিরোধে কাজ করি। চক্ষু ফ্রি ক্যাম্পে রোগিদের চশমা,ছানি অপারেশন, লেন্স স্থাপন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে